শেষ পৃষ্ঠায় সজল ও মেহজাবিন!

ই-বার্তা ডেস্ক ।। শেষ পৃষ্ঠা মানে হচ্ছে কোনো বই বা গল্পের শেষ। গল্প হলে তার সমাপ্তি হতে পারে মধুর বা বেদনার।

 

জীবন পাতারও শেষ পৃষ্ঠা থাকে। থাকে আনন্দ কিংবা বেদনা। তেমনই পাওয়া না পাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের টেলিছবি ‘শেষ পৃষ্ঠা’। পরিচালনা করেছেন আজাদ আল মামুন। সেজান নূরের ভিন্নধর্মী গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও মেহজাবিন চৌধুরী। এর গল্পে দেখা যাবে, নায়িকা বাঁধন একজন সমাজকর্মী। সে স্বেচ্ছায় রক্তদানের একটি সংগঠন পরিচালনা করেন। পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করেন।

অফিসের বস তন্ময় তাকে ভালোবাসেন। কিন্তু তা মুখে প্রকাশ করতে পারেন না। একদিন কোনো এক দুর্ঘটনায় মৃদুলের সঙ্গে পরিচয় হয় বাঁধনের। তারপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। নাটকে বাঁধন চরিত্রে মেহজাবিন ও মৃদুল চরিত্রে অভিনয় করেন সজল।

এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নাটকের গল্প সুন্দর। টুইস্ট আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ সজল বলেন, ‘নাটকটি দেখলে দর্শকরা গল্পের মধ্যে ডুবে থাকবেন বলেই আমার বিশ্বাস।’ নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।