সংসদে গিয়েই পদ পেলেন সুলতান মনসুর

ই- বার্তা ডেস্ক।।   জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত গণফোরামের বহিষ্কৃত নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার একাদশ জাতীয় সংসদের ১০টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে সুলতান মনসুরের নাম রাখা রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন। সংসদ সদস্যদের কণ্ঠভোটে এই প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুকে। কমিটির অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, নূর মোহাম্মদ, হাবিবুর রহমান, সামসুল হক দুদু, পীর ফজলুর রহমান, ফরিদুল হক খান, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম