সারাদেশে বজ্রাঘাতে আটজন নিহত

ই-বার্তা ডেস্ক ।। দেশের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।২৯ এপ্রিল, রবিবার বিভিন্ন সময়ে এসব হতাহতের ঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলায় বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তিনজন নিহত হন। তারা হলেন সদর উপজেলার বুলুগ্রামের আলম (৩৫), আড়াইসাত গ্রামের শিবানন্দ (৪০) ও মেহেদী (১৮)।

 

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।’

 

সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় আলাদা দুটি স্থানে পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের ডিগ্রি তেকানী গ্রামের শামছুল মণ্ডল (৫৭), তার ছেলে আরমান আলী (১৭) ও কামারখন্দ উপজেলার পেস্তককুড়া গ্রামের আহের মণ্ডলের ছেলে কৃষক আবদুল কাদের (৩৭)।কামারখন্দ থানার ওসি আবু ওবায়দা জানান, তিনি তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন।

 

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় লিটন মিয়া (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

লিটন সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে। বাড়ির পাশে ধানক্ষেতে ধান দেখতে যাওয়ার পরে বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় লিটনকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওযা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতের ঘটনায় মানসুরা বেগম (৩২) নামের এক নারী নিহত হন।বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন জানান, সকাল ১০টার দিকে মাঠ থেকে গবাদি পশু আনতে গেলে বজ্রাঘাতে নিহত হন মানসুরা।

 

 

 

ই-বার্তা/ডেস্ক