সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর হামলায় ১৮ জন নিহত

ই-বার্তা ডেস্ক।।  সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে জিহাদিদের সর্বশেষ ঘাঁটি ইদলিব প্রদেশে সোমবার সরকারি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে শিশুসহ অন্তত ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে।

ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো প্রদেশের কয়েকটি এলাকা, হামা ও লাতাকিয়া সিরিয়ার সাবেক আল-কায়েদা অনুগত জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম’র নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশুসহ ১৮ বেসামরিক লোক নিহত হয়েছে।  একই প্রদেশে বিমান হামলায় ১২ বেসমরিক লোক নিহত হওয়ার একদিন পর সর্বশেষ এই হতাহতের ঘটনা ঘটল বলেও জানিয়েছে সংস্থাটি। 

পর্যবেক্ষণ সংস্থা জানায়, এপ্রিলের শেষ দিক থেকে সহিংসতার বেড়ে যাওয়ায় ২৫০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু