ব্রাজিলের কারাগারে ৪২ বন্দির মরদেহ উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।  ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে ৪২ বন্দির মরদেহ পাওয়া গেছে।  দেশটির একটি কারাগারে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ বন্দি নিহত হওয়ার একদিন পরই ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মানাউসের কারাগারগুলোতে সোমবার ওই বন্দিদের মরদেহ পাওয়া যায়।  এদের সবাইকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানান কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এই ৪২ মরদেহ পাওয়া যায়।  কী কারণে এতসংখ্যক বন্দির প্রাণ ঝরেছে তা জানতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ।

চলতি বছরের এপ্রিলের হিসাব অনুযায়ী, বন্দি সংখ্যার বিচারে ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ।  দক্ষিণ আমেরিকার দেশটিতে এপ্রিল পর্যন্ত বন্দি ছিল ৭ লাখ ১২ হাজার ৩০৫ জন।

সংঘর্ষে নিহতদের বেশিরভাগই বন্দিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু