হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় নিহত ৪

ই-বার্তা ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগও বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাকবাসি। এসময় পুলিশ ও এলাকাবাসির সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক।

রবিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার বলেন, বিক্ষোভকারীরা আমাদের রুমের জানালা ভেঙে ফেললে আমরা প্রথমে শটগানের ফাঁকা গুলি ছুড়ি। এতে কাজ না হওয়ায় ওপরের দিকে গুলি চালানো হয়।
তিনি বলেন, আমাদের একজন পুলিশ সদস্যের বুকে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শনিবার সন্ধ্যায় পুলিশ বিপ্লব চন্দ্র নামে এক যুবককে আটক করে। বিপ্লব চন্দ্রের বিচারের দাবিতে শনিবার এলাকাবাসি বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই দাবিতে আজ রবিবার সকাল নয়টায় বিক্ষোভের ডাক দেয় এলাকাবাসি।

বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বোরহানউদ্দিনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।