১২০ বলের ৩৮ বল ডট, অদ্ভুত ব্যাখ্যা মাহমুদউল্লাহ’র

ই-বার্তা ডেস্ক।।  তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। হেরেছে  ৮ উইকেটে। এতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।  এ ম্যাচে ১২০ বলের মধ্য ৩৮ বল ডট দিয়েছে মাহুমুদউল্লাহর দল।  এ নিয়ে কথা বলেছেন রিয়াদ। 

ব্যাটিং ইনিংসে নিয়মিত বিরতিতে ৪, ৬ মেরেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। তবে সিঙ্গেল কিংবা ২, ৩ রান নিতে পেরেছে সামান্যই। ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুতে ছন্দে থাকলেও শেষটা বাজেভাবে করেছেন মাহমুদউল্লাহরা।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। পুরো ইনিংসে ডট বল ছিল ৩৮টি। বলা বাহুল্য, মাত্রাতিরিক্ত ডট বলই ডুবিয়েছে টিম টাইগার্সকে। অথচ উইকেট ছিল ব্যাটিং সহায়ক। 

ম্যাচশেষে দলের ব্যাটিং ইনিংস নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ৩৮ ডট বলের যে ব্যাপার…। একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪০টির ওপরে ডট বল খেললে ম্যাচ জেতার সুযোগ কমে যায়। সেখানে আমরা ৩৮টি ডট বল খেলেছি। হয়তো ঠিক আছে বা নেই। তবে উন্নতির অবশ্যই সুযোগ থাকছে। 

আগামী ১০ নভেম্বর নাগপুরে সিরিজের তৃতীয় ম্যাচটি দাঁড়িয়েছে ‘ফাইনালি লড়াই’হিসেবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু