ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন তাহির
ই-বার্তা ডেস্ক।। একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। সম্প্রতি প্রোটিয়াদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তাহির। এর জের ধরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান বংশোদ্ভুত এ লেগ স্পিনার।
২০১৯ সালের বিশ্বকাপের পরই রঙিন পোশাকে আর মাঠে নামবেন না তিনি। ইমরান তাহির বলেন, আমি সবসময় বিশ্বকাপে খেলতে চেয়েছি। বিশ্বমঞ্চে পারফরম করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। দক্ষিণ আফ্রিকার মতো গ্রেট দলের হয়ে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। বোর্ডের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ড বিশ্বকাপের পরে আর মাঠে নামবো না।
ওয়ানডে ছাড়লেও দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তাহির। আপাতত লক্ষ্যটা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু