আমরা সব জায়গায় স্থিতিশীলতা চাই, শান্তি চাইঃ পররাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্তব্য করেছেন, আমরা সব জায়গায় স্থিতিশীলতা চাই, শান্তি চাই। কারণ আমরা সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছি। আরেক দেশে ঝামেলা হোক আমরা সেটা চাই না।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মুজিববর্ষ উদযাপন সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনীর একপাক্ষিক হামলায় সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ডের কুদস্ বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। ওই ঘটনার জেরে তেহরান-ওয়াশিংটন উত্তেজনা তুঙ্গে উঠেছে। দু’পক্ষই পাল্টাপাল্টি হুমকি-ধামকি দিচ্ছে। সেজন্য অনেকে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কাও প্রকাশ করছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, অন্যরা ঝগড়া-ঝাটি করুক। কিন্তু আমরা ব্যালেন্সড ইন্ডিপেন্ডেন্ট ননঅ্যালাইনড (ভারসাম্যপূর্ণ জোটনিরপেক্ষ শক্তি) থাকতে চাই। আমাদের নীতি- সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়। ওরা ওখানে ঝগড়া-ঝাটি করুক, এটা তাদের ঝগড়া-ঝাটি, আমাদের নয়।

উত্তাল ইরাকে বাংলাদেশি কর্মীদের সবশেষ অবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা ভেবে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আমরা নিরবচ্ছিন্ন খবর রাখছি। আমাদের প্রায় লাখ তিনেক শ্রমিক ইরাকে আছেন। তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

তবে আশার বাণী শুনিয়ে মন্ত্রী বলেন, এগুলো তো খুব টার্গেটেড অ্যাটাক (সুনির্দিষ্ট আক্রমণ) হচ্ছে, সুতরাং তারা (বাংলাদেশি কর্মী) এখনো কোনো ঝামেলায় পড়েনি। তাছাড়া গতকালও রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি বলেছি আপনি খোঁজ রাখেন এবং ওদেরকেও সতর্ক থাকতে বলেন।অ্যা‘আমরা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আছি। এখানকার কোথাও যদি অস্থিতিশীলতা হয়, আমাদের দুশ্চিন্তা হয়। কারণ আমাদের এক কোটি ২২ লাখ লোক বিভিন্ন দেশে আছে। তাদের ইকোনমি খারাপ হলে আমাদেরও দুঃখ লাগে। কারণ সেখানে স্থিতিশীলতা থাকলে আমাদের উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন সহজ হয়।’

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে শান্তি কামনা করে বলেন, আমরা সব জায়গায় স্থিতিশীলতা চাই, শান্তি চাই। কারণ আমরা সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছি। আরেক দেশে ঝামেলা হোক আমরা চাই না।