অঝোর ধারায় কাঁদছে ওয়েলিংটনের আকাশ

ই- বার্তা ডেস্ক।।  বৃষ্টি বাগরায় দ্বিতীয় দিনেও বল গড়ায়নি ওয়েলিংটন টেস্টের ।  বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম দিন। প্রথম দিন খেলা না হওয়ায় দ্বিতীয়  দিন নির্ধারিত সময়ের কিছু আগে টস হওয়ার কথা ছিল। তা আর হল কই ? 

দ্বিতীয় দিন  সকালেও অঝোর ধারায় কাঁদছে ওয়েলিংটনের আকাশ।  সঙ্গত কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে টস হতে বিলম্ব হচ্ছে। 

শুক্রবার গোটা দিন  বৃষ্টি হয়েছে। শনিবারও তা অব্যাহত আছে।  এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অন্তত দুপুরের আগে বৃষ্টি থামার সম্ভাবনা নেই।  থামলেও খেলা গড়ানো নিয়ে শংকা আছে। এদিনও খেলা পণ্ড হয়ে যেতে পারে।  প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মাঠে আসেননি দুই দলের ক্রিকেটাররা। ধারাভাষ্যকরদেরও বিচরণ নেই।

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো  প্রকার ফায়দা তুলতে পারে নি বাংলাদেশ।  ওয়ানডে সিরিজে ধবল  ধোলাই হওয়ার পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ব্যাবধানে লজ্জ্বজনক হার।  এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। 

তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড।  শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টেস্ট।  এ টেস্টে ঘুরে দাঁড়াতে চান সফরকারীরা।

ই- বার্তা / আরমান হোসেন পার্থ