আওয়ামী লীগ সরকার সবকিছুই খেয়ে ফেলছেঃ ফখরুল

ই- বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগ সরকার সবকিছুই খেয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সেলিম আল দীনের লেখা ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকে দেখেছি প্রধান চরিত্র সবকিছু খেয়ে ফেলে। তার পেটে প্রচণ্ড ক্ষুধা, এ জন্য সে চেয়ার, টেবিল, কাগজপত্র সবকিছু খেয়ে ফেলে। এই সরকারও ‘মুনতাসীর ফ্যান্টাসি’র মধ্যে পড়েছে। তারা সবকিছুই খেয়ে ফেলছে। মেগা প্রজেক্টের সব খেয়ে ফেলছে। এখন সাধারণ মানুষের পেঁয়াজ আর লবণ নিয়ে টানাটানি শুরু করেছে।

রাজধানীর সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের একটাই উদ্দেশ্য- যে কোনো প্রকারে ক্ষমতায় থেকে শুধু লুটপাট করা। নিজেরা বিত্তশালী হওয়া এবং অর্থসম্পদ বিদেশে পাচার করে সন্তানদের, তাদের পরিবারকে নিরাপদ রেখে দেয়া। দেশের মানুষের কথা চিন্তা করার তাদের কোনো অবকাশ নেই। তিনি বলেন, প্রতিটি মানুষ চায় এ সরকার চলে যাক। এ মুহূর্তে গেলে আরও ভালো। কারণ মানুষ আর পারছে না। ১০ বছর বিএনপিকে পিটিয়েছে। এখন সাধারণ মানুষকে পেটানো শুরু করেছে পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে। দাম এমন পর্যায়ে বাড়াচ্ছে যেখানে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে পড়েছে।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ‘পাহাড়ের মতো শক্তিশালী’ ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে এমন এক গণআন্দোলন সৃষ্টি করব যে, গণআন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হবেন, গণতন্ত্র মুক্তি পাবে। এটা আমাদের বিশ্বাস। আমরা জানি- এটা হবেই।

বিএনপির মহাসচিব বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের একতাবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। সেই শক্তি নিয়ে আমরা ক্ষমতায় যাব। আমরা অতীতে পেরেছি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র উদ্ধার করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে মুক্ত করেছি। ঠিক একইভাবে তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই দেশনেত্রীকে মুক্ত করে গণতন্ত্র মুক্ত করতে সক্ষম হব।