আগামীকাল থেকে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

ই-বার্তা ডেস্ক  ।।  শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই মানেই এখন লঙ্কা-বাংলা ঝাঁঝ। সিলেটে টি-২০ সিরিজও নানাভাবে ঝাঁঝ ছড়িয়েছে। শুরুতে উইকেট নিয়ে শরিফুল ইসলামের টাইমড আউট উদযাপন। সৌম্য সরকারের নক আউট ঘিরে বিতর্ক, তাওহীদ হৃদয়ের সঙ্গে লঙ্কানদের কথা কাটাকাটি। যার শেষটা হয়েছে- টি-২০ সিরিজ জিতে শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের মধ্য দিয়ে।  ছবিঃ সংগৃহীত।

এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে ওয়ানডে সিরিজ খেলতে। মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত এবং শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস হাসি মুখে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। তবে মাঠের লড়াইয়ে মুখের ওই হাসি ছাড়িয়ে ম্যাচের উত্তাপই থাকবে বেশি আলোচনায়। নাজমুল শান্তর দলের সামনেও থাকবে স্বরূপে ফেরার চ্যালেঞ্জ। সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। এরপর বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে স্বাগতিকরা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে হারলে ঘরের মাঠে টানা তিন সিরিজ হারের বাজে ঘটনার সাক্ষী হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১১ সালের পরে ওয়ানডে ফরম্যাটে যা ঘটেনি।

ঘরের মাঠে বাংলাদেশকে ওয়ানডে হারানো সহজ কাজ নয়। দক্ষিণ আফ্রিকা, ভারত যার প্রমাণ পেয়েছে। শ্রীলঙ্কাও গত বছর ওয়ানডে সিরিজ হেরে গেছে। এবারও ওই ধারা ধরে রাখতে হলে টপ অর্ডারে লিটন-শান্ত-তানজিদ তামিম-সৌম্যদের ভালো খেলতে হবে। বল হাতে তাসকিন-শরিফুলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়। দুই দলেরই ইনফর্ম ব্যাটার আছে। ইনজুরি থেকে ফিরেছেন পাথুন নিশাঙ্কা। সম্প্রতি তিনি ডাবল সেঞ্চুরি করেছেন। আবার বিপিএলে তানজিদ তামিম অসাধারণ ব্যাটিং করেছেন। সৌম্য নিউজিল্যান্ডে সেঞ্চুরি করেছেন। বিপিএলে রানে ছিলেন লিটনও। সব মিলিয়ে জমাট লড়াই দেখতে পারে দুই দলের ভক্তরা।