আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’

ই- বার্তা ডেস্ক।। ঘন্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’।

বাংলাদেশ সময় শুক্রবার (২৯ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ডেনভার এলাকায় এটি আঘাত হানে। বিদায়ী বছর উপলক্ষে দেশটিতে চলছে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি। এর মধ্যেই বোম্বের আঘাতে নাজেহাল যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির এবিসি নিউজের খবর বলা হয়েছে, নতুন বছরের উৎসবের প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তার মধ্যেই ‘বম্ব সাইক্লোন’-এর দাপটে থমকে রয়েছে গোটা দেশ।

বহু বিমানবন্দর বন্ধ রয়েছে। শুধু ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই পাঁচ শতাধিক উড়ান বাতিল হয়েছে। তুষারঝড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। প্রবল জেট স্ট্রিমে ভর করে পূর্ব অভিমুখে সরছে ঝড়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে। যা হারিকেনের গতির চেয়েও বেশি। হারিকেনের গতি হয় ঘণ্টায় ৭৪ মাইল।