আজ বসানো হলো পদ্মা সেতুর ১১তম স্প্যান

ই-বার্তা ডেস্ক।।  আজ সকাল সাড়ে ৯ টার দিকে জাজিরা প্রান্তে ১৫০ মিটার দৈর্ঘ্যের ১১তম স্প্যানটি ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।  এতে জাজিরা প্রান্তে দৃশ্যমান হয়েছে সেতুর ১৬৫০ মিটার।  

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর ১১তম স্পেনটি বসানো হয়েছে।  এতে জাজিরা প্রান্তে দৃশ্যমান হয়েছে সেতুর ১৬৫০ মিটার। 

হুমায়ুন কবীর বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে।  দেশের অর্থনীতিতে নতুনমাত্রা যোগ হবে।  পদ্মা সেতুর দুই পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। 

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাওয়ার মুন্সীগঞ্জের কুমারভোগের বিষেশায়িত জেডি থেকে স্প্যানটি নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়া নি হাউ জাজিরার উদ্দেশে রওনা দেয়।  সোমবার বিকালে স্প্যানটি নিয়ে জাজিরা নাওডোবা এলাকায় পৌঁছে।  পরে আজ সকালে স্প্যানটি বসানো হয়। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু