আমরা কিন্তু তেমন কোনো ব্রিলিয়ান্ট ডেলিভারিতে আউট হইনিঃ তামিম

ই-বার্তা ডেস্ক।।   প্রথম দিনে তামিম ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাংলাদেশ আড়াইশর গন্ডি’ও টপকাতে পারেননি। আর এ নিয়েই সংবাদ সম্মেলনে নিজের হতাশার কথা জানালেন তামিম।

তামিম ইকবাল বলেন, ‘আমি যখন ব্যাটিং করতে যাই, যখন আমার এক-দুইটা বাউন্ডারি হয়ে যায়, তখন সত্যি কথা, ওভাবে কোনো কিছু মনে হয়নি। হ্যাঁ ওরা ভালো বল করছিলো এটা ঠিক। যদি আমাদের ডিসমিসালগুলো দেখেন আমরা কিন্তু তেমন কোনো ব্রিলিয়ান্ট ডেলিভারিতে আউট হয়নি। হ্যাঁ তারা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। সেখানেই তারা সফল হয়েছে। আমরাই ভুল শট খেলে আউট হয়েছি।’

তামিম আরও বলেন, ‘কালকে আর পরশু উইকেটটা ভালো থাকবে। একটু ধীর গতি যা আছে তা কালকের মধ্যেই কেটে যাবে। আসলে আমাদের জন্য স্কোরটা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ ছিলো।’

দিন শেষে নিউজিল্যান্ডের দুই ওপেনার জেট রাভাল ও টম লাথাম মিলেই তুলে ফেলে ৮৬ রান। কিউই’রা পিছিয়ে আছে মাত্র ১৪৮ রানে। দিন শেষে দুজনই অপরাজিত থাকেন ৫১ ও ৩৫ রানে। ধারণা করাই যায় অতিথিদের জন্য বড় লিড দাঁড় করাবে কেন উইলিয়ামসনের দল।

ই-বার্তা/ মাহারুশ হাসান