আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন বাতিস্ততা

ই-বার্তা।।  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে ডিয়েগো ম্যারাডোনার সুরেই কথা বলেছেন দেশটির আরেক কিংবদন্তী গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সব সম্ভাবনায় আছে। জোর দিয়ে বলেছেন, বিশ্বের সেরা খেলোয়াড় তো আমাদের দলেই। তবে আমরা কেন বিশ্বকাপ আশা করবো না।

গত বত্রিশ বছরে কোনো ট্রফি আসেনি তাঁর দেশে। রাশিয়ায় আসন্ন বিশ্বকাপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজিরিয়ার সঙ্গে খেলবে তাঁর দেশ। যে গ্রুপকে ইতিমধ্যেই ‘গ্রুপ অব ডেথ’ বলছেন বিশেষজ্ঞরা।

কিন্তু গ্যাব্রিয়েল বাতিস্তুতার মন্তব্য, মেসিদের প্রতিপক্ষরা গুরুত্ব না দিলে সুবিধা আর্জেন্টিনার। মনে রাখবেন, সব সময় কিন্তু ফেভারিট দল চ্যাম্পিয়ন হয় না। ঠিকঠাক পরিকল্পনা মতো খেলতে পারলে রাশিয়া বিশ্বকাপে ভাল ফল করতেই পারে মেসিরা।

তিনি বলেন, ‘এই বিশ্বের সেরা সেরা ফুটবলাররাই তো আমাদের দলে। তা হলে বিশ্বকাপ জয়ের আশা করব না কেন? আগামী এক মাস যদি আর্জেন্টিনা দলে বড়সড় চোট-আঘাত না হলে বিশ্বকাপ নিয়ে ফিরতেই পারে আর্জেন্টিনা।’