আলোচনায় থাকতেই রিজভী সংবাদ সম্মেলন করেনঃ তথ্যমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  শনিবার দুপুরে রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে, তা নিজেদের সমন্বয়হীনতার কারণে দুর্বল ছিল।  খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে বিএনপির রাজনীতি খালেদা জিয়া ও তারেক রহমানকে অপরাধের বিচারের হাত থেকে বাঁচানো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচন বানচাল করার অপচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ ছিল।  এসব করতে গিয়ে বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। ফলে জনগণই তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। 

বিএনপি নেতা রুহুল কবির রিজভী সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন।  এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, রিজভী সাহেবের এ ধরনের মন্তব্য কতটা শালীন, তা ভেবে দেখা জরুরি।  রিজভী সাহেব প্রতিদিনই একটা না একটা সংবাদ সম্মেলন করেন।  শুধু লাইমলাইটে থাকার জন্য।

অনুষ্ঠানে গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘বানোয়াট সংবাদ’ পরিবেশন প্রতিহত করতে হবে।  গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।  দায়িত্বে থাকলে ভুল হতে পারে।  দায়িত্বে না থাকলে ভুল হওয়ার প্রশ্নই আসে না।  আপনারা ভুলের গঠনমূলক সমালোচনা করেন।  গঠনমূলক সমলোচনা কাজকে শাণিত করে। 

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে।  আমরা নবম মজুরি বোর্ড নিয়ে কাজ করছি।  গণমাধ্যম নীতিমালা তৈরি হয়েছে।  এটাকে বাস্তবে পরিণত করা হবে।

ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সাখাওয়াত আলী খানসহ আরো অনেকেই।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু