ইমরান খানের প্রশংসা করায় কনস্টেবল গ্রেপ্তার

ই-বার্তা ডেস্ক।।  ভারতের উগ্রপন্থী হিন্দু সংগঠনগুলোর উপদ্রব বাড়ছে নিয়মিত। পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দেয়ায় ভারতজুড়ে প্রশংসিত হচ্ছেন পাকিস্তানী প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কর্মীরা সক্রিয় হয়েছেন ভিন্নভাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করায় অপদস্থ ও হয়রানি করছেন বিভিন্নজনকে।

তইমরানের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করায় ভারতের আসাম রাজ্যে এক পুলিশ কনস্টেবলকে গতকাল প্রথমে ডিউটি থেকে প্রত্যাহার করা হ এবং পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে কর্নাটকে কলেজের এক অধ্যাপককে জনসম্মুখে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বাধ্য করেছে বিজেপির সন্ত্রাসীরা। ইন্ডিয়া টিভি জানিয়েছে, ইমরান খানের প্রশংস করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন কর্নাটক কলেজের অধ্যাপক সন্দীপ ওথার। তার পোস্টে একইসাথে বিজেপি সরকারের যুদ্ধংদেহী মোনভাবের নিন্দা জানান।

ই-বার্তা/ মাহারুশ হাসান