ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক

ই-বার্তা ডেস্ক।।  ইরাকে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনার প্রতিবাদ জানাতে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  বুধবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাখ্যান করছে এবং এটি ইরাকি সার্বভৌম লঙ্ঘন বলে বিবেচনা করা হচ্ছে। এটি জোর দিয়ে বলছি ইরাক একটি স্বাধীন দেশ এবং আন্তর্জাতিক নিরাপত্তা অগ্রাধিকার পায়। আমরা এটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে অনুমতি দেব না’। 

‘পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে এ ঘটনার প্রতিবাদ জানাতে’।

শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন জোটের বিমানঘাঁটি ‘আইন আল-আসাদ’সহ অন্য একটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। একের পর এক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা করে ঘাঁটিটিকে গুঁড়িয়ে দেয় ইরানি সামরিক বাহিনী।

এতে ৮০ মার্কিন সেনা নিহতের দাবি করে ইরান। তবে ট্রাম্প এ হামলার প্রতিক্রিয়া জানান, সব ঠিক আছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু