উত্তরবঙ্গের মঙ্গা শব্দটি শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছেনঃ ওবায়দুল কাদের

ই-বার্তা ডেস্ক ।।  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ট্রেনে করে দুইদিনের উত্তরবঙ্গ সফরে গেছে। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নীল সাগর এক্সপ্রেসে শনিবার সকালে ঢাকা থেকে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি রওয়ানা করে। ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে। যাত্রাপথে ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

নীলফামারীর পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গের মঙ্গা শব্দটি শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছেন। ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতে এখন মোবাইল ফোন। ছাত্র-ছাত্রীর হাতে মোবাইল ফোন, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে আইটি সেবা। এসবই শেখ হাসিনার অবদান।’

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নীলফামারীতে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা শেখ হাসিনার সরকার এখন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্বের ১০ জন রাষ্ট্র নায়কের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পেয়েছেন। শেখ হাসিনার নেতৃত্ব সারা দুনিয়ায় প্রশংসিত।’মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ওপর ভর করে ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। তা সফল হতে পারেনি। কোনও আন্দোলনে তারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াবার সাহস পায়নি। বিএনপি-জামায়াত শুধুই মিথ্যাচার করতে পারে।’

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মনোনয়ন আমলনামা শেখ হাসিনার হাতে জমা আছে। জনমতের ভিত্তিতে নমিনেশন নিতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকানোর কোনও শক্তি নেই।’তিনি বলেন, ‘জেলায়-উপজেলায়- ইউনিয়ন- ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক করতে হবে। বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের প্রস্ততি নিচ্ছে।’ এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- মন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক, ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আবু জার রহমান প্রমুখ।

 

 

 

ই-বার্তা / ডেস্ক