উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়

ই-বার্তা ডেস্ক ।। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেতে যাচ্ছেন শতাধিক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।  এর মধ্যে অর্ধশতাধিকই উপজেলা চেয়ারম্যান।ভোটের মাঠে লড়াই ছাড়াই  তারা জয় পেতে যাচ্ছেন।   

ইসির সংশ্লিষ্টরা জানান, বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ না নেয়ায় একক প্রার্থীর সংখ্যা বাড়ছে।  এছাড়া এবার দলীয় প্রতীকে ভোট হওয়ায় এ নির্বাচনে সার্বিকভাবে প্রার্থী সংখ্যা কমে এসেছে বলেও মনে করেন তারা।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১০ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  এ নির্বাচনে ভোটের আগেই ১৬ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা ভাইস চেয়ারম্যান সব মিলিয়ে ৩০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পদ ছাড়া বাকিগুলোয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এরই মধ্যে সংশ্লিষ্ট উপজেলা পরিষদগুলোয় ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  আরও জানা গেছে, প্রথম ধাপে ৮৬টি উপজেলার চেয়ারম্যান পদে ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

জানা গেছে, দ্বিতীয় ধাপে  ২০ জন একক প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ১৪টি উপজেলায় চেয়ারম্যান, ৫টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও ৬টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান।তৃতীয় ধাপের ১২৭টি উপজেলায় ২১ জন একক প্রার্থী রয়েছেন।  এর মধ্যে চেয়ারম্যান ১০ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন। এ ধাপেও চারটি উপজেলা পরিষদের সবকটি পদেই একক প্রার্থী হয়েছেন।  তারা জানান, চেয়ারম্যান পদে ৪৭৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  ২৪ মার্চ তৃতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে বাংলাদেশে প্রথমবার, ১৯৯০ সালে দ্বিতীয়বার ও ২০০৯ সালে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  ওই বছর একই দিনে ৪৭৫টি উপজেলায় এ নির্বাচন হয়। ২০১৪ সালে ধাপে ধাপে উপজেলা নির্বাচন হয়।  এবার পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ই-বার্তা/ আরমান হোসেন পার্থ