এখনও পর্যন্ত যেসব অঙ্গরাজ্যে ঝুলে আছে ট্রাম্প-বাইডেনের ভাগ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে শেষ মুহুর্তের ভোট গণনা। গণমাধ্যমে আসছে ভোটের ফলাফল। কোথাও জনগণের রায় গেছে গাধা প্রতীকে, আবার কোথাও হাতি প্রতীকে।

নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রতীক যথাক্রমে গাধা ও হাতি। ফলাফল বলছে, চলছে গাধা-হাতির হাড্ডাহাড্ডি লড়াই। সিএনএন বলছে, এখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন যত অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন, তাতে তিনি ২২৪টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অঙ্গরাজ্য জয় অনুযায়ী ইলেকটোরাল ভোট ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জয়ী হতে প্রয়োজন ২৭০ ভোট।

মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী ইলেকটোরাল কলেজ ভোটের মতো পপুলার ভোটেও এগিয়ে আছেন বাইডেন। এখন পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ছয় কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ছয় কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট।এখন পর্যন্ত ৯টি অঙ্গরাজ্যের ফল ঝুলে রয়েছে। এসব অঙ্গরাজ্য হলো পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫) ও উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)।

সিএনএন তথ্যমতে, পেনসিলভানিয়ায় প্রায় ৭৬ শতাংশ ভোট গণনা হয়েছে। তাতে ৫৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। মিশিগানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে প্রায় ৯০ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ৪৯ দশমিক ৪ ও বাইডেন ৪৮ দশমিক ৯ ভোট পেয়েছেন। নর্থ ক্যারোলাইনায় প্রায় ৯৫ শতাংশ ভোট গণনায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। জর্জিয়ায়ও প্রায় ৯২ শতাংশ ভোট গণনায় ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে ট্রাম্পই এগিয়ে আছেন। অ্যারিজোনায় প্রায় ৮৬ শতাংশ ভোট গণনায় ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন।

নেভাদায় প্রায় ৮৬ শতাংশ ভোট গণনায় ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়ের পাল্লা কিছুটা বাইডেনের দিকে। আলাস্কায় প্রায় ৩৬ শতাংশ ভোট গণনায় দেখা যায়, ট্রাম্প পেয়েছেন ৬১ দশমিক ৪ শতাংশ ভোট। উইসকনসিন প্রায় ৯৭ শতাংশ ভোট গণনায় এগিয়ে থাকা বাইডেনের পক্ষে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। মেইন অঙ্গরাজ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট গণনায় এগিয়ে থাকা বাইডেনের থলেতে ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট দেখা যাচ্ছে। তবে এ অঙ্গরাজ্যগুলোতে এখনো ভোট গণনা বাকি। আর তাই ভোটের চূড়ান্ত ফল পেতে অপেক্ষা করতে হবে।

এদিকে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল শুক্রবারের আগে পাওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি জানিয়ে দিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।