এখন দেশে ছেঁড়া কাপড় পড়া বা খালি পায়ের মানুষ দেখা যায় না: তথ্যমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।  আজ (শুক্রবার) জাতীয় শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠাণে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারন সভা ও আনন্দ সম্মিলন উপলক্ষে এ অনুষ্ঠাণের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, কবিতায় কুঁড়েঘর আছে, কিন্তু বাস্তবে আজ কোন কুঁড়েঘর নাই। এটাই আমাদের বদলে যাওয়া বাংলাদেশ। ২০০৯ সালে সরকার গঠণের আগে মাননীয় প্রধানমন্ত্রী দিন বদলের ঘোষণা দিয়েছিলেন। দিন বদল হয়েছে।

চকবাজারে অগ্নিকান্ডের ঘটনা শুনে প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারী দিবাগত রাতে প্রধানমন্ত্রী এক সেকেন্ডের জন্যও ঘুমাননি। সারারাত তিনি প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান।

তথ্যমন্ত্রী বলেন, শুধু এখন নয়, নিমতলী দূর্ঘটনার রাতেও তিনি ( প্রধানমন্ত্রী) ঘুমাননি। একটি পাইপের মধ্যে একটি শিশু ( জিহান) পড়ে গিয়েছিল। সে রাতেও প্রধানমন্ত্রী ঘুমাননি।

অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু। এসময় ছোট পর্দার বিভিন্ন তারকা অভিনয়শিল্পীরা দর্শক সারিতে উপস্থিত ছিলেন।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া