কাঠমান্ডুতে কফিনের পাশে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

ই-বার্তা।।  অবশেষে নেপালি কর্তৃপক্ষের কাছ থেকে নিহত ২৩ বাংলাদেশির মরদেহ বুঝে পেয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে জানাজা শেষে নিহতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সকালে পৃথক কফিনে করে ২৩ জনের মরদেহ নেপালে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

এর পর কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের আঙিনায় কফিনগুলো সারিবদ্ধ করে রাখা হয়। এ সময় সেখানে উপস্থিত আত্মীয়স্বজনরা কফিনের পাশে কান্নায় ভেঙে পড়েন।

কফিনের ওপরে আপনজনের নাম লেখা দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন তারা। অনেকে কালো হরফে লেখা স্বজনের নামের ওপর বারবার হাত বুলিয়ে দিচ্ছিলেন। কেউ কেউ কফিনের পাশে নির্বাক দাঁড়িয়ে থাকেন।

এ সময় লাশ নিতে আসা স্বজনরাই একে অপরের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সান্ত্বনা পেয়ে যেন নির্বাক শোক কান্নায় ভেঙে পড়ছিল।

১২ মার্চ থেকে ১৯ মার্চ। এই সাতটি দিন তাদের কাছে হয়তো মনে হয়েছে সাতযুগের সমান। প্রিয়জন হারানোর কষ্ট বুকে নিয়ে অপেক্ষার প্রহর গুনতে হয়েছে তাদের। তাই কফিনের পাশে দাঁড়িয়ে নির্বাক হয়ে গেছেন স্বজনরা।

১২ মার্চ দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বিমানটিতে ৩৬ বাংলাদেশিসহ ৭১ আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।