কাশ্মীরে ২ ভারতীয় সেনা নিহত

ই-বার্তা ডেস্ক।।   পুলিশ জানিয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

এছাড়া, এ ঘটনায় তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

গোপন সূত্রে স্বাধীনতাকামীদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কুলগামের তুরিগাম এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর মতে, দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ শুরু করে স্থানীয়রা। নিরাপত্তা বাহিনীর অভিযান বিঘ্ন ঘটাতে ও স্বাধীনতাকামীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই এমনটি করা হয়।

নিহত সহকারী পুলিশ সুপার আমান কুমার ঠাকুর গোলাগুলির সময় সামনে থেকে পুলিশের একটি দলকে নেতৃত্ব দিচ্ছেলেন বলে খবর পাওয়া যায়। তিনি রাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কুলগাম জেলা প্রধান ছিলেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান