বিশ্বে মানবাধিকার হারিয়ে যাচ্ছেঃ জাতিসংঘ

ই-বার্তা ডেস্ক।।   জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে বিদেশাতঙ্ক, বর্ণবাদ ও অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে এবং মানবাধিকার হারিয়ে যাচ্ছে।

গুতেরেস বলেন, বিগত তিন বছরে প্রায় এক হাজার সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে হত্যা করা হয়েছে।

সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উদ্দেশ্য করে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে উল্লেখ করে এর নিন্দা প্রকাশ করেন জাতিসংঘ প্রধান।

তিনি বলেন, ২০১৮ সালে প্রতি সপ্তাহে গড়ে প্রায় চারজন পরিবেশ রক্ষাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই আদিবাসী ছিলেন।

এসব কর্মীদের রক্ষা এবং যারা মানবাধিকারের কথা বলেন, তাদের প্রতি প্রতিহিংসা বন্ধ করতে আমাদের আরও পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন গুতেরেস।

ই-বার্তা/ মাহারুশ হাসান