কুলাউড়া ট্রেন দুর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

ই-বার্তা ডেস্ক।।  মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনা তদন্তে চার সদস্য কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়। আরও ৩-৪টি বগি পাশের ক্ষেতের মধ্যে পড়ে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আরও আহত হয়েছেন প্রায় ২৫০ জন। আহতের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। 

ঘটনাস্থল থেকে কুলাউড়া উপজেলার চেয়ারম্যান এ এক এম সফি আহমদ (সলমান) গণমাধ্যমকে জানান, আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আব্দুল বারির স্ত্রী বলে জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপর চাপ কমাতে দুরপাল্লার বাস চলাচল সীমিত থাকায় ঐ অঞ্চলের বেশিরভাগ মানুষ এখন ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ফলে হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু