মাথায় আঘাত পেলেও দুশ্চিন্তা নেই মিরাজকে নিয়ে

ই-বার্তা ডেস্ক।।  অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে আফগানিস্তানের বিপক্ষে সম্পূর্ণ ফিট মিরাজকেই পাচ্ছে বাংলাদেশ।  

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনে নেটের পাশে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন মিরাজ। এমন সময় একটি বল এসে মাথায় লাগে তাঁর। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় আঘাত খুব একটা গুরুতর নয়।

এর আগে অনুশীলনে হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন মুশফিকুর রহিম। হাতে বল লাগায় দ্রুত নেট ছেড়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন তিনি। পরে পরীক্ষায় জানা যায় মুশফিকের হাতে কোনো চিড় ধরা পড়েনি। ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার হার-না মানা সেঞ্চুরি করে সবার প্রশংসা কুড়ান তিনি। 

আজ সোমবার সাউথাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এরপর ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফিরা। শেষ চারে খেলতে হলে লিগ পর্বের বাকি সবকটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু