কৃ‌ষি‌তে লাভ নেই, তাই কৃষক বর্গা চাষ ক‌রে না : কৃষিমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।। কৃ‌ষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক মন্তব্য করেছেন, ‘কৃ‌ষি শুধু উৎপাদন কর‌লেই চল‌বে না। কৃ‌ষি‌কে বা‌ণি‌জ্যিকীকরণ কর‌তে হ‌বে। কৃ‌ষি পণ্য বি‌দে‌শের বাজা‌রে পাঠা‌তে হ‌বে। মানুষ এখন আর বর্গা জ‌মি চাষ ক‌রে না। কারণ বর্গা জ‌মি চাষ কর‌লে কৃষ‌কের লাভ হয় না। তাহ‌লে কৃষক কেন চাষ কর‌বেন? কী কর‌লে কৃ‌ষি‌কে লাভজনক করা যা‌বে সে পথ খুঁজে বের কর‌তে করতে হবে।’

আজ শুক্রবার (৩ জানুয়ারি) ‘পু‌ষ্টি ও সুস্বাস্থ্যের জন্য ‌নিরাপদ সব‌জি’ শীর্ষক এক সে‌মিনা‌রে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। এর ‌আগে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) চত্বরে তিন‌ দিনব্যাপী জাতীয় সব‌জি মেলা-২০২০ এর উদ্বোধন করেন তিনি।

কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, ‘আগে যারা বর্গা জ‌মি চাষ কর‌ত তারা এখন রিকশা ভ্যান চালায়। এ পেশায় থে‌কে তারা বাসায় টি‌ভি ফ্রিজ কি‌নে‌ছে। এখন য‌দি তারা চাষ কর‌তে যায় তাহ‌লে টি‌ভি ফ্রিজ বি‌ক্রি ক‌রে সার কি‌নে ফসল ফলা‌তে হয়। কিন্তু কৃষক সে ফস‌লের দাম পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। কৃ‌ষি সেক্ট‌রে যারা আছেন তারা ভা‌বেন কী কর‌লে একজন মানুষ কৃ‌ষি‌তে ফি‌রে আস‌বে। কৃ‌ষি‌কে বহুমুখীকরণ কর‌তে কী কী কর‌তে হ‌বে তা করুন। আমা‌দের কৃ‌ষি পণ্য কীভা‌বে আন্তর্জাতিক বাজা‌রে পৌঁছা‌নো যায় সে ব্যবস্থা করুন।’

তিনি ব‌লেন, বাংলা‌দে‌শে ৮০ সাল থে‌কে মাশরুম চাষ হ‌চ্ছে। কিন্তু এ মাশরুম চাষ বৃ‌দ্ধি পা‌চ্ছে না। এত সুন্দর, পু‌ষ্টিগু‌ণে এবং ওষধিগুণে ভরপুর সে সব‌জির চাষ বাড়‌ছে না। এটা কেন বাড়‌ছে না। যে দে‌শে ৫০ বছ‌রের মানু‌ষের ৫০ ভাগ ডায়‌বে‌টিস রোগী সেই দে‌শে মাশরু‌মের চাষ বাড়‌বে না তা হ‌তে পা‌রে না। মাশরু‌মের প্রচারণা নেই। মানুষ জান‌তে পা‌রে না এর গুণাগুণ। কীভা‌বে মাশরুম চাষ বাড়া‌বেন সে জন্য কর্মসূ‌চি গ্রহণ ক‌রেন। সরকার আপনা‌দের সা‌পোর্ট দে‌বে।’