গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে নাঃ অর্থমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মন্তব্য করেছেন,গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না।

তিনি বলেন গুজব বন্ধ করে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট আইনটি পুরোপুরি শক্তিশালী করা হবে। পাশাপাশি বিদ্যমান আইনগুলো পুরোপুরি কমপ্লায়েন্স ও প্রয়োগ করা হবে।

গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘তাদের (ডিএসই) কমপ্লায়েন্স দুর্বল। গুজব ছড়িয়ে পুঁজিবাজারে কারসাজি করা হচ্ছে।’

সরকারের অনেক এজেন্সি থাকার পরও গুজব ছড়ানো হচ্ছে, তাহলে এজেন্সিগুলোর কাজ কি- এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আইন শক্তিশালী হলে এজেন্সিগুলো কাজ করতে পারবে। কিন্তু আইনে দুর্বলতা থাকলে করা যাবে না। আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে বলেছি পুঁজিবাজারে শতভাগ কমপ্লায়েন্স করতে হবে। যদি আইনকে আরও শক্তিশীল করতে হয় প্রয়োজনে তাই করা হবে।’

রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দু’ঘণ্টা বৈঠক হয়। সেখানে ডিএসই’র পক্ষে পুঁজিবাজার উন্নয়নে উচ্চ পর্যায়ের ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনসহ ১১ দফা প্রস্তাব দেয়া হয়।

মন্ত্রী বলেন, ‘পুজিবাজারে আরও একটি গুজব ছিল সরকার ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমানো নিয়ে। কিন্তু টাকার মূল্যমান কমানোর কোনো চিন্তা সরকারের নেই। টাকার মূল্যমান কমানোর প্রয়োজন নেই। ডিসেম্বরে রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ। একটি আইটেমে প্রবৃদ্ধি ৪০ শতাংশ রের্কড। এটি উদাহরণ হিসেবে আনছি এ জন্য যে, রেমিটেন্স খাতেও টাকার মূল্যমান কমানোর প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এখাতে ২ শতাংশ প্রণোদনা দিয়ে এ অর্জন করা হয়। ফলে কোন খাতে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমানোর কোনো পরিকল্পনা নেই।’

তিনি বলেন, ‘সরকারের কিছু ভালো শেয়ার বাজারে আনার প্রস্তাব দিয়েছে ডিএসই। আমি বলেছি, এ বিষয়ে কাজ করা হচ্ছে। শেয়ার বাজারে আনতে সময় প্রয়োজন। কবে আনব সেটি দিনক্ষণ দিয়ে বলতে পারব না। তবে একমত তাদের সঙ্গে প্রকাশ করেছি যে, সরকারের ভালো শেয়ার বাজারে আনা হবে।’