ক্রাইস্টচার্চের পর লন্ডনে মুসলমানদের উপর হাতুড়ি হামলা

ই-বার্তা ডেস্ক।।  পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে একজন মুসলিম ব্যক্তির ওপর ‘হাতুড়ি’ দিয়ে হামলা চালিয়েছে দুজন ব্যক্তি।  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের  হামলায় ৪৯ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ওই ঘটনার শিকার ব্যক্তির বয়স ২৭ বছর এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তিনজন ব্যক্তি ক্যানন স্ট্রিটে অবস্থিত একটি মসজিদের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা ইসলামবিরোধী মন্তব্য করতে থাকে।

এসময় কয়েকজন মুসল্লি তাদের ধাওয়া করে।  ফলে তাদের মধ্যে দুজন ব্যক্তি একটি হাতুড়ি দিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়।  ওই হামলা চালানোর পর তারা একটি চলন্ত গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়।  এ ঘটনায়  কাউকে আটক করতে ব্যর্থ হয়েছে লন্ডনের পুলিশ।

ই-বার্তা/ আরমান হোসেন পার্থ