ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো কাছে জবাবদিহি করবে না ইরান

ই-বার্তা ডেস্ক।।   প্রতিরক্ষানীতি নিয়ে কারো সঙ্গে কোন আলোচনা বা কাউকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলেই জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান স্বাধীনভাবে তার প্রতিরক্ষানীতি প্রণয়ন করে। খবর আনাদোলুর।

এই নীতির আলোকে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না বলেও তিনি সতর্ক করে দেন।

ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে এবং এসব ক্ষেপণাস্ত্র পুরোপুরি আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের কাজে ব্যবহৃত হবে বলে কাসেমি জানান।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানকে নতুন করে হুমকি দেয়ার পর বাহরাম কাসেমি এসব কথা বললেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার হুমকি দিয়ে বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসা সম্ভব না হলে প্যারিস তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

 

ই-বার্তা/ শফিকুল ইসলাম