খুলে দেওয়া হচ্ছে করোনায় বিপর্যস্ত নিউইয়র্ক

করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এর মধ্যে নিউইয়র্কেই মারা গেছে অধিকাংশ মানুষ। সবশেষ সোমবার প্রথম ধাপে খুলে দেওয়া হয়েছে এই নগরী।

বর্তমানে নিউইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এলেও যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে তা এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

বিবিসির প্রতিবেদন বলা হয়, সোমবার সব ধরনের ব্যবসা-বাণিজ্যের জন্য নিয়ন্ত্রিত মাত্রায় নিউইয়র্ক খুলে দেওয়া হচ্ছে। এতে করে নির্মাণ, উৎপাদন খাত ও খুচরা ব্যবসায় সংশ্লিষ্ট ৪ লাখ কর্মজীবী মানুষ কাজে যোগ দিতে পারবেন।

তবে কর্মক্ষেত্রগুলোতে করোনা প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারির প্রাণকেন্দ্র নিউইয়র্ক শহরে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এছাড়া মারা গেছেন ৩০ হাজারের বেশি মানুষ।

শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে ৬৯১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

দেশটির করোনার ভয়াবহ প্রকোপ দেখেছেন নিউইয়র্কের বাসিন্দারা। প্রত্যেক ২০ জনের মধ্যে অন্তত একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে পুরো আমেরিকায় এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজার মানুষ মারা গেছেন। শনাক্ত হয়েছেন ২০ লাখেরও বেশি।