চতুর্থবার সফল হবেন মেসিঃ দেল পোত্রো

ই- বার্তা।। ।  জাতীয় দলের জার্সিতে তিন বছরে তিন ফাইনাল হারা বার্সেলোনা তারকা চতুর্থবারে সফল হবেন বলে বিশ্বাস দেল পোত্রোর।২০১৮ সালের এই আসর দিয়েই মেসির আক্ষেপ ঘুচবে বলে মনে করেন স্বদেশি টেনিস তারকা হুয়ান মার্তিন দেল পোত্রো

জাতীয় দলের জার্সিতে টানা তিন ফাইনাল হেরে হতাশায় অবসরও নিয়েছিলেন লিওনেল মেসি। ফিরে এসে আর্জেন্টিনাকে তুলেছেন রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে

ব্যক্তিগত ও ক্লাব ফুটবলে এমন কোনও পুরস্কার নেই, যেটা জেতেননি মেসি। কিন্তু জাতীয় দলের কথা উঠলে সেখানে কেবলই হতাশার ছবি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল জার্মানির বিপক্ষে। সব মিলিয়ে তিন বছরে তিন ফাইনাল হারা বার্সেলোনা তারকা চতুর্থবারে সফল হবেন বলে বিশ্বাস দেল পোত্রোর।

এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন টেনিস তারকা বলেছেন, ‘মেসি ক্যারিয়ারের সঙ্গে অন্য কাউকে দাঁড় করানো যায় না। ও অনেক সময় ধরে বিশ্বের সেরা খেলোয়াড়, তবে আমার বিশ্বাস মেসিও বিশ্বাস করে ওর এই ট্রফিটা (বিশ্বকাপ) জেতা দরকার।’

আর সেটা ২০১৮ রাশিয়া বিশ্বকাপেই হয়ে যাবে বলে আশাবাদী তিনি, ‘আশা করছি এই বছর রাশিয়াতে ও সেটা করতে পারবে। আমি জানি সে কতটা ভুগছে, তাছাড়া মেসি এটার দাবিদার।’

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়ার।