পর্তুগাল বিশ্বকাপে ফেভারিট নয়ঃ রোনালদো

ই-বার্তা।।  রাশিয়া বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজ দেশ পর্তুগালকে ফেভারিট ভাবেন না দলটির অধিনায়ক রোনালদো। তার মতে ব্রাজিল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনার যে কেউ শিরোপা জিততে পারে।

বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ১০৭ দিনের মত।আর  এরই মধ্যে শুরু হয়ে গেছে কোন দল ফেভারিট, কার সম্ভাবনা সবচেয়ে বেশি শিরোপা জয়ে।

বিশ্বকাপ নিয়ে রোনালদোর বলেন, ‘আমরা ফেভারিট নই। ব্রাজিল, জার্মানি, স্পেন, আর্জেন্টিনার মতো দলে অনেক তারকা খেলোয়াড় আছে। কিন্তু ফুটবলে সবই সম্ভব। আর আমাদের আসল লক্ষ্য সফলভাবে গ্রুপ পর্ব শেষ করা।’

টানা দুই মৌসুমে ব্যালন ডি’অর জিতে মেসির সমান সর্বোচ্চ পাঁচবার শিরপাটি জিতেছেন পর্তুগিজ এই তারকা। আরও দুই বা তিনবার এই পুরস্কার জিততে চান রোনালদো।

তিনি বলেন, ‘আমি কখনো পাঁচবার ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। আমাকে যদি এখন ক্যারিয়ার শেষ করতে হয় তাহলে আমি খুশি থাকব।