চলে গেলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

ই- বার্তা ডেস্ক।। ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মেয়েদের যে মিছিল পুলিশের ব্যারিকেডে ভেঙেছিল, ওই মিছিলে ছিলেন রওশন আরা বাচ্চু।

তার মেয়ে তাহমিনা বাচ্চু বলেন, মা বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলা একাডেমি সূত্র জানায়, শ্রদ্ধা নিবেদনের জন্য রওশন আরা বাচ্চুর মরদেহ বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। এরপর তাঁর ইচ্ছা অনুযায়ী কুলাউড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন রওশন আরা বাচ্চু। পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। এরপর ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন।