চ্যাম্পিয়নস লিগের সেমিতে কেইন-সন’কে ছাড়াই মাঠে নামছে টটেনহ্যাম

ই-বার্তা ডেস্ক।।  চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রাতে আয়ক্সের মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার।  ফাইনালে ওঠার প্রথম মিশনে ফরোয়ার্ড হ্যারি কেইনের পাশাপাশি সন হিউং মিনকেও পাচ্ছেন না দলটির কোচ মরিসিও পচেত্তিনো।  

এদিকে আয়াক্সকে ফাইনালে দেখতে সব রকমের সহযোগিতা করছে ডাচ লিগ ‘এরেডিভিসি’ কর্তৃপক্ষও। এই ম্যাচের আগে আয়াক্সকে বিশ্রাম দিতে লিগের একটি রাউন্ড পিছিয়ে দিয়েছে তারা।  ফলে এক সপ্তাহ পূর্ণ বিশ্রাম নিয়েই এই ম্যাচে খেলতে নামবে কোচ এরিক টেন হ্যাগের শিষ্যরা।

অন্যদিকে টটেনহ্যাম নতুন স্টেডিয়ামে পা রাখার পর নতুন উদ্দীপনা পেলেও খেলোয়াড়দের চোট ও নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে কিছুটা কোণঠাসা হয়েই মাঠে নামবে।  সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চোট পেয়ে এবারের মৌসুম শেষ হয়ে যায় হ্যারি কেইনের।  তার অনুপস্থিতিতে দলের মূল কান্ডারী কোরীয় ফরোয়ার্ড সন হিউং মিনকেও এই ম্যাচে পাবে না স্পার্সরা। নক-আউট পর্বে তিনটি হলুদ কার্ড দেখায় এই নিষেধাজ্ঞা পেয়েছেন সন। 

এদিকে কোনো ইনজুরির সমস্যা ছাড়াই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে ডাচ জায়ান্টরা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু