জার্মানীর উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয়দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে আজ সকাল ৮টার ২০ মিনিটে সরাসরি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। 

মিউনিখ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী জার্মানি যাবেন।  জার্মানি থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরবেন।  পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন।  ওই সময় প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের করবেন।  এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে। 

জার্মানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।  সেখানে ১৭ ফেব্রুয়ারি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।  আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু