টাঙ্গাইলে ডিবির ভুয়া ৩ সদস্য আটক

ই-বার্তা ডেস্ক।।  মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইকান্দি এলাকা থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার সময় তিন ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটকরা হলেন- ভোলার তজুমদ্দিন উপজেলার গুরুলমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৫), নীলফামারীর ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) ও একই জেলার মুক্তার আলী। এসময় আপেল নামে আরেকজন পালিয়ে যান বলে জানায় পুলিশ।

এসময় আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, প্রাইভেটকার, ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও দু’টি ডিবি পুলিশের পোশাক জব্দ করা হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রূপালী ব্যাংক এলেঙ্গা শাখা থেকে টাকা তুলে রিকশায় করে কালিহাতী উপজেলার বিলপালিমায় নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ব্যবসায়ী রহিজ উদ্দিন। পথে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের চরভাবলা এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারে ওই ব্যবসায়ীকে তুলে নেয় আটকৃতরা। এসময় পেছনে থাকা এক ব্যক্তির সন্দেহ হলে তিনি ওই গাড়ির পিছু নেন। পরে উপজেলার পাথাইকান্দি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করেন। আটকের পর তাদের বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, এ ব্যাপারে রহিজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

ই-বার্তা/ মাহারুশ হাসান