টিকাটুলি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ

ই- বার্তা ডেস্ক।।   রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার কারণে টিকাটুলি এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে সেজন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।

মার্কেটের আশপাশে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল। আশপাশে কয়েকটি রেস্টুরেন্ট আছে, যেখানে সিলিন্ডার থাকতে পারে। তাই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটটি টিনশেডের তাই আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়া মার্কেটের দুই পাশে দোকান, মাঝে সরু গলি রয়েছে। সেখানে কেউ আটকে পড়েছে কি-না তা নিশ্চিত করছেন।

দোতলার দোকানি আয়নাল হোসেন জানান, পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে অনেক পার্টি আসতে পারেনি। মার্কেটে লোক স্বাভাবিকের চেয়ে কম ছিল। আগুনের খবর পেয়ে প্রথমে আমরা আগত ক্রেতাদের বের করার চেষ্টা করি। পরে নিজেরা বের হই।

এদিকে আগুনকে কেন্দ্র করে এলাকায় অনেক উৎসুক জনতা ভিড় করছে। তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।