তালেবান হামলায় আফগানিস্তানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

ই-বার্তা ডেস্ক।।   সোমবার সকালে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারডাকে একটি সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ফলে একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে এ হামলায় ১২ জন নিহতের কথা বলা হলেও নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হামলায় শতাধিক প্রাণহানির কথা জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সামরিক চেকপোস্ট অতিক্রম করে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর প্রশিক্ষণ ক্যাম্পাসে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপর সেখানে প্রবেশ করে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে দুই বন্দুকধারী। এ সময় তাদের প্রতিহত করতে পাল্টা গুলি চালিয়ে দুই বন্দুকধারীকে হত্যা করে সেনাসদস্যরা।

আফগানিস্তানে ১৭ বছরের মার্কিন আগ্রাসনের অবসান এবং দেশটির যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাতের লক্ষ্যেই মূলত দীর্ঘদিন যাবত এই রকম হামলা চালাচ্ছে তারা।

ই বার্তা/ মাহারুশ হাসান