দিনাজপুরে দোকানে বাসি মাংস রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড

ই- বার্তা ডেস্ক।।   দোকানে বাসি মাংস রাখায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে এক মাংস ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ অভিযান পরিচালনা করেন।

হিলি বাজারের খাবার হোটেল, গরুর মাংস দোকান, মুদি দোকান, জিলাপির দোকানে অভিযান চালিয়ে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাংসের দোকানে বাসি মাংস রাখায় দোকানদার নোমানকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম