নিউইয়র্কে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

ই-বার্তা ডেস্ক।।  নিউইয়র্কে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলেন প্রবাসী বাংলাদেশিরা।  নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন, বাংলাদেশ কনস্যুলেট, মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চসহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করেন। 

একুশের প্রথম প্রহরে বাংলাদেশের সঙ্গে মিল রেখে নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার সময় দুপুর ১টা ১ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল হক এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. মো. আফসারুল আমিন এমপি, আবু জাহির এমপি, বেনজির আহমেদ এমপি, আহসান আদেলুর রহমান এমপি, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসীও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  এরমধ্য দিয়ে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের আয়োজনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর ২৮ বছর পূর্তি হল। 

সংস্কৃতিকর্মি সেমন্তী ওয়াহেদ ও শুভ রায়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত কণ্ঠে ভাষার গান পরিবেশনের মধ্য দিয়ে।  এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘে কর্মরত নিউইয়র্ক বইমেলা-২০১৯ এর আহ্বায়ক ড. নজরুল ইসলাম, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, লেখক রানু ফেরদৌস, ফাহিম রেজা নূর, সাংবাদিক নিনি ওয়াহেদ, দ্বিজেন ভট্টাচার্য্য প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর অমর একুশে। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সব প্রান্তে উদযাপিত হচ্ছে।  একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ স্বীকৃতি আদায়ে প্রবাসীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু