নিহত ৪০ সংবাদ সংস্থার কার্যালয়ে হামলায়

ই-বার্তা ।।  আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাজধানী কাবুলের একটি শিয়া সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্থা এবং একটি সংবাদ সংস্থার কার্যালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

জানা যায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর-বিবিসি ও আল-জাজিরার।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকালে দেশটির সংবাদ সংস্থা ‘আফগান ভয়েস অব এজেন্সি’ এবং শিয়াদের সংগঠন ‘তিবয়ান সাংস্কৃতিক কেন্দ্র’র কাছেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। এছাড়া এ হামলার পেছনে নিজেদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তালেবান।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, সকালে ওই শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে যখন লোকজন জমায়েত হচ্ছিল, সে সময় বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলেই ৪০ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে।