নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

ই-বার্তা।।  ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং এর সাথে জড়িত সকলের দ্রুত বিচার আদালতে কঠোর শাস্তি দাবিতে ২১ এপ্রিল অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র মহিলা পরিষদ ও প্রোগ্রেসিভ ফোরাম এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নরপশুদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মহিলা পরিষদের সভাপতি শামসাদ হুসাম বলেন, মাদ্রাসা হচ্ছে ধর্মীয় শিক্ষা গ্রহণের এক পবিত্র স্থান। সেখানে শিক্ষকরা পিতৃতুল্য। সেই সব শিক্ষক ও প্রিন্সিপালরা যদি ছাত্রীদের শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করে তাহলে ছাত্রীরা কোথায় নিরাপদ?

প্রোগ্রেসিভ ফোরামের সাধারণন সম্পাদক আলীম উদ্দিন বলেন, এ পর্যন্ত যেহেতু খুব কমসংখ্যক ধর্ষণ ও হত্যারই বিচার হয়েছে তাই খুনি ও নির্যাতনকারীরা ক্রমশ: বেপরোয়া হয়ে উঠছে। আর শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকলে কেউ কিছু করতে পারে না তাই সমাজ বিরোধী দুর্বৃত্তরা সব সময়ই ক্ষমতাশীন দলের ভিতরে ঢুকে পড়ে।

নির্বাচনের দিন থেকে সংখ্যালঘু নারীদের উপর অত্যাচার শুরু হয়েছে এবং এখন ছোট্ট কন্যাশিশুরাও এখেকে রক্ষা পাচ্ছে না। প্রশাসনের, পুলিশের এবং ক্ষমতাসীন দলের সহযোগিতা না পেলে এভাবে সারা দেশে এধরনের অন্যায় করতে পারবে না বলেও বক্তারা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে যদিও সমাধানের হাত বাড়িয়ে দিতে সচেষ্ট হন কিন্তু এক ব্যক্তির পক্ষে কখনো কি সারাদেশের সব সমাধান করা সম্ভব? তাই দেশে আইনের শাসন তথা সুশাসন চালুর জোর দাবি জানান।

সচেতন ও সক্রিয় গণআন্দোলন ছাড়া শুধু আইন পাশ করে সমাজের গভীরে প্রোথিত অন্যায়ের শিকড় উপড়ে ফেলা অসম্ভব। তাই এই সব হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দেশে প্রবাসে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।

এই সমাবেশে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম। আরও বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকো, উদীচীর সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পী সফি চৌধুরী হারুন, মুক্তিযোদ্ধা কাশেম আলী, নারী ম্যাগাজিনের সম্পাদক পপি চৌধুরী, কুলাউড়া সমিতির উপদেষ্টা মুকিত চৌধুরী।