নোবেল জয়ের পথে এগিয়ে যাচ্ছে ট্রাম্প!

ই-বার্তা ডেস্ক।।    রোববার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধেই এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন জাপানি প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, রোববার (১৭ ফেব্রুয়ারি) জাপানি সংবাদমাধ্যম অনুরোধের ভিত্তিতে ট্রাম্পকে নোবেলে মনোনয়ন দেওয়ার বিষয়টি তুলে ধরে।

এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি ) ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেওয়ায় শিনজো আবে তাকে নোবেলে ভূষিত করার জন্য মনোনয়ন দিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, পাঁচ পৃষ্ঠার মনোনয়নপত্রের একটি কপি আমার কাছে পাঠিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে আমরা অবহিত আছি। তবে এই দুই নেতার মধ্যকার সম্পর্কের ব্যাপারে কোনো মন্তব্য করবো আমরা।

তবে হোয়াইট হাউসের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ই-বার্তা/ মাহারুশ হাসান