নোয়াখালীতে ১৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ই-বার্তা ডেস্ক।।  পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীতে ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে সুধারাম থানা পুলিশ। রোববার ওই মামলায় গ্রেফতার তিন নেতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   

এর আগে শনিবার পুলিশ বাদী হয়ে সুধারাম থানায় এ মামলা করে। সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, শনিবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব আঙিনায় ও সামনের সড়ক অবরোধ করে বিএনপি সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ওপর ইটপাটকেল হামলা করে।

এতে টিএসআই আবদুল বাতেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দিদারুল আলম চেয়ারম্যান, রাহেল রাসু ও রমজান আলীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সুধারাম থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল ঘোষ বাদী হয়ে এই তিনজনের নাম দিয়ে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু