পশ্চিমবঙ্গে দিদির বিদায় এবার নিশ্চিতঃ মোদি

ই-বার্তা ডেস্ক।।  সোমবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময়, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।                 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দিদি (মমতা) এখন ‘জয় শ্রীরাম’ বললেই তাদের জেলে ভরতে শুরু করে দিয়েছেন।  পশ্চিমবঙ্গে রাম নাম নেয়া কি অপরাধ? আরে দিদি, ভগবান রামের কাছে সব মানুষের অহঙ্কার চূর্ণ হয়ে গেছে।  আপনার অহঙ্কার আর কত দিন থাকবে? ভগবান রাম আমাদের প্রেরণা।  দিদি বলছেন- বিজেপি নাকি ভগবান রামকে পোলিং এজেন্ট বানিয়ে নিয়েছে।  আমি আজ দিদিকে বলতে চাই- ভগবান রাম আমাদের শিরায় শিরায় আছেন আছেন।

মোদি বলেন, তৃণমূলের দুর্নীতি সবার কাছে স্পষ্ট।  এখানে যেকোনো কাজের জন্য তৃণমূলকে চাঁদা দিতে হয়।  কলেজে ভর্তি, শিক্ষক নিয়োগ, ট্রান্সফার হোক- লোকেরা বলে সবক্ষেত্রে তৃণমূল চাঁদাবাজি করে। 

তিনি আরও বলেন, ফনির দুর্যোগ নিয়ে আমি চিন্তিত ছিলাম।  পরিস্থিতির ব্যাপারে খোঁজ নিতে দুবার ফোন করেছিলাম মমতা দিদিকে।  তিনি কোনো কথা বলেননি।  পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপারে তার কোনো মাথাব্যথা নেই।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু