পাকিস্তানের আকাশ বন্ধে লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের সীমান্তরেখা পেরিয়ে বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর দেশটির আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া।

যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য সাধারণত বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং বোয়িং ৭৭৭-২০০এলআর বিমান চালায় এয়ার ইন্ডিয়া। জ্বালানি ভরার জন্য মাঝে অবতরণ এবং অনেকটা পথ ঘুরে যাওয়ার জন্য আমেরিকা পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে ৪ ঘণ্টা বেশি সময় লাগছে।

এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারার কারণে ইতিধ্যেই প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে এয়ার ইন্ডিয়ার।

সংস্থাটি জানিয়েছে, ইউরোপ ও উত্তর যুক্তরাষ্ট্রগামী বিমানগুলোর ক্ষেত্রেই সমস্যা বেশি হচ্ছে। বিমানগুলো পশ্চিমের দেশগুলোতে যেতে গেলে অনেকটা পথ ঘুরতে হচ্ছে। ফলে সময়ও বেশি লাগছে এবং খরচও বাড়ছে।

উল্লেখ্য, ভারত থেকে যেসব বিমান ওয়াশিংটন, নিউইয়র্ক এবং শিকাগো যাচ্ছে সেগুলোকে গুজরাট হয়ে আরব সাগর পেরিয়ে যেতে হচ্ছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান