পাকিস্তানে প্রবাহিত ৩ নদীর পানি বন্ধ করে দিয়েছে ভারত

ই- বার্তা ডেস্ক।।   ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর থেকে পাকিস্তান-ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

আজ সোমবার এ ঘটনায়  ভারতের পূর্বাঞ্চলীয় এলাকার তিনটি নদীর গতি বন্ধ করে দেয়, যা ভারত থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত হতো। খবর: এক্সপ্রেস ট্রিবিউনের।

গতকাল রোববার  ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল রাজস্থানে ঘোষণা করেছেন, নয়াদিল্লি তিনটি নদীর .৫৩ মিলিয়ন একর ফুট পানি বন্ধ করেছে যা পাকিস্তানের দিকে প্রবাহিত ছিল।

তিনি বলেন, এ বন্ধ করা পানি রাজস্থান বা পাঞ্জাবের প্রয়োজন। পানি পান করার কাজে অথবা ইরিগেশনের জন্য ব্যবহার হবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম